বিশ্ব ফুটবলে হয়তো আর ফিরে আসবে না সেই পুরনো গ্রীষ্মকালীন বিশ্বকাপের দিনগুলো। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নতুন করে সাজাচ্ছেন খেলার মৌসুম—যেখানে বিশ্বকাপ হতে পারে ডিসেম্বরের কনকনে ঠান্ডায়, আর ক্লাব ফুটবলের সূচি টেনে নেওয়া হবে প্রায় এগারো মাস পর্যন্ত।ইনফান্তিনো নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ফুটবলকে এখন ‘গ্লোবালাইজড ক্যালেন্ডারে’ নিতে হবে—যেখানে ‘বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো সময়’ খেলা সম্ভব হবে। এই মন্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে ২০৩৪ সালের সৌদি আরব বিশ্বকাপও শীতকালেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা।২০২২ কাতার বিশ্বকাপে (নভেম্বর–ডিসেম্বর) যে প্রথা শুরু হয়েছিল, সেটিই এখন নতুন বাস্তবতা হয়ে উঠছে। তেলের অর্থে ভরপুর দেশগুলো এখন ফুটবলের কেন্দ্রবিন্দুতে, আর ঐতিহ্যের জায়গায় জায়গা নিচ্ছে বাণিজ্যিক শক্তি।এই পরিবর্তনের সঙ্গে বাড়ছে ম্যাচের সংখ্যা, বাড়ছে ক্লাব–জাতীয় দলের ব্যস্ততা। নতুন ফরম্যাটে বিশ্বকাপ হবে ৪৮ দলের, ক্লাব বিশ্বকাপেও অংশ নেবে সমানসংখ্যক...