সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হয়ে অর্থনীতি, পরিসংখ্যানসহ বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘প্রহসনের বহিষ্কার মানি না, মানব না’, ‘শাবিপ্রবি প্রশাসন, প্রহসন প্রহসন’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও’, ‘প্রশাসনের স্বৈরাচারিতা মানিনা, মানব না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’— এমন নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। একই সঙ্গে তারা হাতে নেন বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ডও। অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, র্যাগিংয়ের ঘটনাটি মীমাংসা হওয়ার পরও প্রক্টরিয়াল বডির প্ররোচনায় এক বছর পর এসে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন,...