চিকিৎসক অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে গত ৫ আগস্ট এই অস্ত্রোপচার হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল এক চিকিৎসা পদ্ধতি। তবে মানব চিকিৎসকদের পাশাপাশি রোবট ব্যবহারের ফলে ভুলের ঝুঁকি অনেক কমে যায় এবং রোগী দ্রুত সেরে ওঠেন। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় অবস্থান করছেন। তিনি জানান, “আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রতি সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। একইসাথে চলছে ওরাল কেমোথেরাপিও।” তার চিকিৎসা চলবে নভেম্বর পর্যন্ত। চিকিৎসকরা জানিয়েছেন, রেডিওথেরাপি শেষ হওয়ার এক মাস পর তার সুস্থতা কতটা হচ্ছে তা বোঝা যাবে। আরিফুল ইসলাম আরও জানান, “তিনি খুব কম কথা বলেন। ওয়ার্ড ডেলিভারিতে কষ্ট হয়, তাই...