কেবল জয়ের হিসেব মেলালেই হবে না, খেলতে হবে ভালো ফুটবল, মেলে ধরতে হবে মান- কোচের এমন চাওয়ায় বেশ ভালোভাবেই সাড়া দিল সেলেসাওরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিলিয়ান আক্রমণভাগ মুহুর্মুহু আক্রমণ শাণাল, কোণঠাসা হয়ে রইল দক্ষিণ কোরিয়া। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে, বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করল কার্লো আনচেলত্তির দল। সিউলের...