অবশেষে ইসরায়েলি দখলদার বাহিনীর বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। শুক্রবার বিকাল ৫টা ৯ মিনিটে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে গত বুধবার শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছিলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ‘ইসরায়েল থেকে আজ বিকালে একটি ফ্লাইট ছেড়েছে, যাত্রীর তালিকায় আছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। তুরস্কের সূত্রে জানা গেছে, ফ্লাইটটি টিকে ৬৯২১স্থানীয় সময় দুপুর...