১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম নোবেল শান্তি পুরস্কার ২০২৫ ঘোষণা করার পরই সবার নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নিজেকে এই পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে দাবি করে ট্রাম্প। তবে নোবেল কমিটি তার এতো জোরালো দাবিও আমলে নিলো না। শান্তিতে নোবেল পেলেন ভেলেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নিঃসন্দেহে একটি অস্বস্তিকর দিন। গত কয়েক মাস ধরে তিনি বারবার দাবি করে এসেছেন যে, তিনি বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়ে বৈশ্বিক শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই নোবেল পুরস্কার তারই প্রাপ্য। পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেও হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের পক্ষে জোর প্রচার চালানো হয়। একটি ছবিতে ট্রাম্পকে স্যুট পরে হোয়াইট হাউসের করিডোর দিয়ে হেঁটে যেতে...