মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে দেখিয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি (এআই-জেনারেটেড) ছবি পোস্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি হওয়ার পর বৃহস্পতিবার তিনি এই ছবি প্রকাশ করেন। নেতানিয়াহু তার অফিশিয়াল ইংরেজি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের গলায় একটি বিশাল আকারের নোবে ল পদক এবং তার পাশে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু। কনফেত্তির (রঙিন কাগজের টুকরো) বর্ষণের মধ্যে উল্লসিত জনতা ইসরায়েলি পতাকা নাড়ছে। ছবির একটি ব্যানারে লেখা রয়েছে, ‘শক্তির মাধ্যমে শান্তি’। ছবির ক্যাপশনে নেতানিয়াহু লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিন তিনি এর যোগ্য। শুধু নেতানিয়াহুই নন, জিম্মিদের পরিবারের সদস্যরাও নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আজ, শুক্রবারই নোবেল শান্তি পুরস্কার...