মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কারের দাবি জানানোর এবং তার মিত্রদের পক্ষ থেকে তাকে মনোনীত করার পরও কেন তিনি বিজয়ী হলেন না—সেই প্রশ্নের জবাব দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান ফ্রাইডনেস স্পষ্ট করে জানিয়েছেন, বাহ্যিক চাপ, প্রচারণা বা মিডিয়া উত্তেজনা নোবেল কমিটির সিদ্ধান্তকে বিন্দুমাত্র প্রভাবিত করে না।শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল বিজয়ী ঘোষণার পর এক সাংবাদিক ট্রাম্পের নাম বাদ পড়া এবং আন্তর্জাতিক মহল থেকে আসা চাপ নিয়ে প্রশ্ন তোলেন।জবাবে চেয়ারম্যান ফ্রাইডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে এই কমিটি নানা প্রচারণা এবং মিডিয়া উত্তেজনা দেখেছে এবং প্রতি বছর হাজার হাজার চিঠিও পাওয়া যায়। তবে আমরা কেবল এই পুরস্কারটির প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই, এসব কিছু আমাদের সিদ্ধান্তকে...