জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, যে লক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। আজ শুক্রবার বিকেলে নগরী খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে আমাদের দাবিগুলো তুলে ধরছি। জনগণ আমাদের গণমিছিলে অংশগ্রহণ করে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামীর দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও...