১০ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম নীলফামারীর সৈয়দপুরে একজন স্বেচ্ছাসেবক লীগ ও দুইজন বিএনপি নেতার বিরুদ্ধে এক বিধবার দুইটি দোকান দখল ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমনকি ভাড়াটিয়া হয়েও দোকান নিজের দাবি করে মিথ্যে মামলা দিয়ে মার্কেট মালিক নব্বই বছর বয়সী বিধবাকে হয়রানি করাসহ শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিধবা বৃদ্ধা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় শহরের মুন্সিপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি এই অভিযোগগুলো তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, গত বুধবার (৮ অক্টোবর) দুপুরে মার্কেট চত্বরে প্রকাশ্যে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে হেনস্তা ও আহত করা হয়েছে। নিয়মিত ভাড়া পরিশোধ না করায় চুক্তির মেয়াদ শেষে দোকান ছেড়ে দিতে বলায় এই অন্যায়ের শিকার...