ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুযায়ী , ইসরায়েল সরকার গাজায় দৈনিক ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এই উদ্যোগের আওতায় জাতিসংঘ, স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের মাধ্যমে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয়কেন্দ্রের উপকরণ, জ্বালানি এবং রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সালাহ আল-দিন এবং আল-রশিদ সড়ক ব্যবহার করে গাজা উপত্যকার দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাকগুলো চলাচল করবে। শুধুতাই নয়, যুদ্ধের কারণে যারা গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, সেই ফিলিস্তিনি বাসিন্দাদের রাফাহ ক্রসিং দিয়ে নিজেদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনের পরই এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে। এটি কার্যকর হলে ২০২৩ সালের ৭ই অক্টোবরের পর প্রথমবারের মতো মিশর হয়ে গাজা ত্যাগ করা বাসিন্দারা নিজ...