শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগে শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে ২৬ অক্টোবর। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন তা এখনো জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্যও পাওয়া যায়নি। পিএসসি সূত্র জানায়, বিশেষ এ বিসিএসে শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগের মাধ্যমে দেশের সরকারি সাধারণ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষক-সংকট দূর করা হবে। সেজন্য দ্রুততম সময়ে ফল প্রকাশ এবং শিগগির মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করা হবে। পিএসসির একজন সদস্য নাম প্রকাশ...