নরসিংদী:নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে মো. তামিম মিয়া (১২) নামে এক ছাত্র নিখোঁজের ২৩ ঘণ্টা পরে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চর-বেলাব ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আড়িয়ালখাঁ নদ হতে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. তামিম মিয়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের গাঙ্গুলপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর একটার দিকে বন্ধুদের সঙ্গে চর বেলাব ব্রিজ ঘাট ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আড়িয়াল খাঁন নদে গোসল করতে নামে তামিম। সাঁতার না জানায় এবং স্রোত বেশি থাকায় সে পানিতে ভেসে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে ভাসতে না দেখে তার সঙ্গে থাকা...