বরিশালের মেঘনা নদীসহ শাখা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৩৬ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন। পরে দুপুরে আটক ২৭ জনকে জেল ও নয় জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য কর্মকর্তা আলম বলেন, “শুক্রবার সকালে মেঘনাসহ শাখা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজির মতো মা ইলিশসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। “আদালত ২৭ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন। অপর নয় জনকে ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।” উদ্ধার জাল পুড়িয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইলিশ মাছ...