১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের এখলাসপুর পাটোয়ারী বাড়িতে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বলরাম গোস্বামীর নেতৃত্বে সনাতনী ধর্মাবলম্বীরা সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এ সময় বলরাম গোস্বামী বলেন, আমরা এখানে কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ ড. জালাল উদ্দিন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ১০০ শতাংশ ভোট বিএনপিকে দেব এবং প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। জালাল ভাই আমাদের...