১০ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম প্রথমবারের মতো বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খানের হাত ধরেই অভিষেকের অপেক্ষায় তিনি। যদিও ‘ভালোবাসার মরশুম’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল তিশার। তবে একই সময় শাকিবের ‘সোলজার’ ও ‘ভালোবাসার মরশুমে’র শিডিউল পড়ায় শাকিবের সিনেমাকে অগ্রাধিকার দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ভিসা জটিলতাও ছিল। সম্প্রতি গণমাধ্যমকে এরকম জানিয়েছেন তিশা। অভিনেত্রী বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।” এদিকে একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার মরশুম’ ছবি থেকে তিশাকে বাদ দিয়েছেন কলকাতার পরিচালক এম এন রাজ।...