করমজাতলা নদীপাড়ের স্থানীয় বাসীন্দা ও দোকানি মো. রেজাউল জানান জানান, তিন-চার মাস আগে রাবনাবাদ নদীর জলোচ্ছ¡াসে বেড়িবাঁধের ভাঙন রক্ষায় দেওয়া জিও টিউব জিওব্যাগসহ প্রায় চার শ’ ফুট বাঁধের টপসহ নদীতে বিলীন হয়ে গেছে। ঢেউয়ের ঝাপটায় সব শ্যাষ, এখন বাঁধের মধ্যে পানি ঢুকছে। জরুরি মেরামতের আট-নয় মাসেই তারা আবার বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। বাঁধের পাশের বাসীন্দারা এও জানান, বছরের পর বছর রাবনাবাদ নদী থেকে অসংখ্য ড্রেজারের বালু কাটায় এখানটায় ভাঙনের ঝুঁকি আরো বেড়েছে। প্রবল ভাঙনে সব শেষ হয়ে গেলেও বালু কাটা বন্ধ হয়নি। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের দেওয়া তথ্যমতে, কলাপাড়া উপজেলার ৫৪/এ পোল্ডারের গোটা বেড়িবাঁধটিই রাবনাবাদ নদীর ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে। রাবনাবাদ নদীথেকে কেটে আনা বালু আনলোড করছিলেন এমভি হয়রত আলী জাহাজের স্টাফ মোঃ আউয়াল জানান, তারা ধানখালী সংলগ্ন...