পরকালে সফল হতে মহান আল্লাহর নির্দেশ মানা ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করা অপরিহার্য, যার মধ্যে দৈনন্দিন জীবনের বেশ কিছু শিষ্টাচার অন্তর্ভুক্ত। নবীজি (সা.) উম্মতকে সব ভালো কাজ ডান দিক থেকে শুরু করতে শেখালেও, থুতু ফেলা বা কফ ফেলার ক্ষেত্রে কঠোর নির্দেশনা দিয়েছেন। যেমন, সামনের দিকে (কিবলার দিকে) অথবা ডান দিকে থুতু ফেলা বা কফ ফেলা সম্পূর্ণভাবে নিষেধ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলে, কিয়ামতের দিন সে তা কপালে নিয়ে উঠবে। তাই থুতু ফেলতে হলে বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে বলা হয়েছে। অন্যদিকে, পশ্চিম দিকে (কিবলামুখী হয়ে) পা দিয়ে শোয়ার ক্ষেত্রে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ থাকলেও, বেশিরভাগের মতে এটি কিবলার...