২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলী’ গান গেয়ে তাক লাগিয়ে দেন ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান ‘কিং অব হামিং’খ্যাত এই গায়ক। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গও। স্বামীর দীর্ঘ জীবন কামনায় প্রাচীনকাল থেকে হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর পরেন। সাধারণত, স্বামী মারা গেলে হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর পরেন না। একই চিত্র হওয়ার কথা ছিল জুবিন গার্গের স্ত্রী গরিমার বেলায়ও। কিন্তু তেমনটা দেখা যায়নি। জুবিন মারা যাওয়ার ২০ দিন পরও গরিমা নিয়মিত সিঁথিতে সিঁদুর পরছেন। তারই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।আরো পড়ুন:রেখার সিঁদুর রহস্যশাহরুখপুত্রের হাত ধরে নায়িকার ভাগ্যবদল গরিমার সিঁথির সিঁদুর দেখে নিন্দুকদের অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। এ পরিস্থিতিতে বিষয়টি পরিষ্কার করতে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা...