বালক এককের ফাইনালে টপসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়। এর আগে বাংলাদেশের কোন খেলোয়াড় আইটিএফ এর কোন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নি। শুক্রবার সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক একক ও বালিকা এককের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে বাংলাদেশের জারিফ আবরারের সরাসরি ২-০(৭-৬(৭-৩), ৬-৪) সেটে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাড্ডা হাড্ডি এই ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতেনেন। বালিকাদের অপর ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ঘন্টার এই ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে...