মারিয়া কোরিনা মাচাদো–ভেনেজুয়েলার লৌহমানব হিসেবে পরিচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর শাসনের বিরুদ্ধাচারণ করা বিরোধী দলের একজন নির্ভীক কর্মী, যিনি রকস্টারের মতো আবেদন নিয়ে চষে বেড়ান দেশের আনাচে-কানাচে। দেশটির স্বাধীনতা আন্দোলনের নায়ক সিমোন ‘দ্য লিবারেটর’ বলিভারের প্রতি সম্মান রেখে তাকে ‘লা লিবারতাদোরা’ বা ‘মুক্তির নেত্রী’ হিসেবেও ডাকা হয়। ভেনেজুয়েলায় একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টায় অবদানের জন্য সেই মারিয়া কোরিনা মাচাদোকে আজ শুক্রবার ‘নোবেল শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। খবর এএফপির। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে চ্যালেঞ্জ জানাতে বিরত রাখার জন্য মাচাদোকে আটক করা হয় ও পরে মুক্তি দেওয়া হয়। সেই নির্বাচনের প্রথম বার্ষিকীতে এ বছরের জুলাই মাসে তিনি মাদুরোর বিরুদ্ধে ‘গাপন প্রতিরোধের’ ডাক দেন। ওই সময়টাকে বেশ কয়েক সপ্তাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পালিয়ে বেড়ানো মাচাদো সম্পর্কে খবর ছড়িয়ে পড়ে যে...