উৎপাদন বাড়লেও আগামী দিনে ইলিশের দাম আরও বাড়বে। আড়তদারদের চক্র ইচ্ছেমতো দর নির্ধারণ করে দেয়। ওয়ার্ল্ড ফিশ বলছে, বছরে গড়ে প্রায় ছয় মাস সাগর-নদীতে ইলিশ শিকার নিষেধাজ্ঞায় উৎপাদন বেড়েছে। সেই হিসেবে দাম কমেনি, উল্টো বেড়েছে। ভোক্তা পর্যায়ে সরকারি ব্যবস্থাপনা থাকা জরুরি। গবেষকরা বলছেন, সাগরে ট্রলিং নেট ও কারেন্ট জাল সম্পূর্ণ নিষেধ থাকলে বড় ইলিশ উৎপাদন ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। বসবাস নোনা সমুদ্র জলে। অথচ ডিম ছাড়ে মিঠা পানির নদীতে। জাটকা নিয়ে আবার ফেরে লবণ সাগরে। এমন আশ্চর্য এক বৈশিষ্ট্য নিয়ে বাঁচে ইলিশ। ইলিশের উৎপাদন বাড়াতে তিন দফা নিষেজ্ঞা দিয়েছে সরকার। আশ্বিন কার্তিকের ভরা পূর্ণিমা ও অমাবস্যায় ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে। তাই মা ইলিশ বাঁচাতে ২২ দিনের নিষেধাজ্ঞা। এরপর পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ছয়টি অভয়াশ্রমে ইলিশ...