বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। চিকিৎসক বোরেন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সেখানে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে দুইটি রিং পরানো হয়। রোববার সন্ধ্যায় তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়।...