আবুধাবির পর্যটনের এক বিজ্ঞাপনে অংশ নিয়ে ভারতে রীতিমত তুলোধুনো হচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বিশেষ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীপিকার তীব্র সমালোচনা করছেন। এ অবস্থায় দেশ-বিদেশে অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন। এবার বলিউড নায়িকার পক্ষে সুর চড়ালেন পাকিস্তানি অভিনেত্রী, নির্মাতা আমার খান। দীপিকা ও তার স্বামী রণবীর সিং-কে নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনকে ঘিরেই এই বিতর্কের শুরু। বিজ্ঞাপনটিতে দীপিকাকে দেখা গেছে আবায়া ও হিজাব পরিহিত অবস্থায়। যেখানে তিনি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের চমৎকার স্থাপত্য উপভোগ করছেন! সেই দৃশ্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নেমেছে ট্রোলিংয়ের ঝড়, বিশেষ করে ভারতের কিছু দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছ থেকে গত কয়েকদিন ধরেই গালমন্দ শুনতে হচ্ছে দীপিকাকে! এই পরিস্থিতিতে পাকিস্তানি অভিনেত্রী আমার খান ইনস্টাগ্রাম স্টোরিতে এক সমালোচনামূলক টুইটের জবাব দেন। সেই টুইটে দীপিকাকে ব্যঙ্গ করে লেখা...