এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পক্ষ থেকে নিহত হায়াত উদ্দিনের পরিবারকে নগদ এক লাখ টাকা দেন এম এ এইচ সেলিম। তিনি এইচএসসি পরীক্ষা পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সব দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন জেলা বিএনপির সাবেক এই সভাপতি। এ সময় জেলা বিএনপিনেতা ফকির তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।সেলিম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারে পাশে এসে দাঁড়িয়েছি। তাদের পক্ষ থেকে এক লাখ টাকা দিয়েছি। আমি শুধু বাহক হিসেবে এখানে এসেছি। আর বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হায়াতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার কথা...