ইংল্যান্ড ম্যাচের হতাশা পেছনে ফেলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। গোহাটিতে টস জিতে ব্যাট করতে নামা কিউইরা শুরুতে কিছুটা স্থিতিশীল থাকলেও মাত্র ৩ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে পড়ে গেছে বিপাকে। ওপেনিং জুটিতে নিউজিল্যান্ড তুলেছিল ৩৫ রান। কিন্তু জর্জিয়া প্লিমারের আউটের পরই তাদের ইনিংসের ধস শুরু হয়। ৮.২ ওভারে রাবেয়া খানের বলে প্লিমার সামনে এগিয়ে খেলতে গিয়ে পুরোপুরি মিস করেন। নিগার সুলতানা জ্যোতির দারুণ স্টাম্পিংয়ে ফিরে যান তিনি। নিউজিল্যান্ড খোয়ায় তাদের প্রথম উইকেট। এরপর ৮.৪ ওভারে ঘটে বড় এক ভুল। সুজি বেটস ও আমেলিয়া কেরের মধ্যে ভয়ংকর ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে, রানআউট হয়ে যান বেটস। বেটস ৩৩ বলে ২৯ রান করে ফেরেন। তখন নিউজিল্যান্ডের স্কোর ৩৫/২। ১১তম ওভারে আবারও আঘাত হানে বাংলাদেশ। রাবেয়ার ঘূর্ণিতে বোল্ড হয়ে...