১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম বিবিসি বাংলায় প্রচারিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি নোয়াখালী সুবর্ণচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। এ সাক্ষাৎকারটি দেখতে বিপুল পরিমাণ মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। গত তিন দিন ধরে উপজেলার ঐতিহ্যবাহী খাসের হাট, খাসের হাট রাস্তার মাথা ও আক্তার মিয়ার হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় এ প্রদর্শনী চলছে । স্থানীয় নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন। তারা মনোযোগ দিয়ে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শোনেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। উপস্থিত দর্শকরা বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এর মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান আরও স্পষ্ট হয়েছে। সাধারণ মানুষও জানান, তারা প্রথমবারের মতো...