পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের ১২ ঘণ্টা পরে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতি, ডাক্তার না থাকা ও জরুরী অবস্থায় পর্যাপ্ত সেবা প্রদানে সক্ষমতা না থাকায় প্রসূতি নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে নীলফামারীতে মৃত্যু হয় গৃহবধূ কৃষ্ণা রানীর। এর আগে বৃহস্পতিবার দুপুর তিন টায় দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতু টোল পয়েন্ট সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কৃষ্ণার সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর রাত দুইটা পর্যন্ত তিনি সেখানেই ভর্তি ছিলেন। কৃষ্ণা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের প্রেমবাজার এলাকার ধর্ম নারায়ণের স্ত্রী। চার বছর আগে এই দম্পতির বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানীর আগে থেকে শ্বাসকষ্টের...