১০ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম ধর্ষণের সাজানো ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, তার সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, ইউপি নির্বাচনের পর থেকে গ্রাম্য সালিশ-বৈঠকে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বৃদ্ধির কারণে একটি পক্ষ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সানোয়ার হোসেন অভিযোগ করেন, রাধানগর গ্রামের মো. মোশাহিদ মিয়ার মেয়ে তাসনীয়া আক্তার সাথী (১৮)–কে ব্যবহার করে...