বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক রতন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৩), একই গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. আইয়ুব আলী (২৩), শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর ও খামার পাইকোশা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. আজাদুল মেম্বর (৩৭), সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪), পূর্ব মোহনপুর গ্রামের মো. সহিদুল শেখের ছেলে মো. সাহা আলী (২৯), কামারখন্দ থানার পাঁচবাড়ীয়া গ্রামের তারা মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (২৩) ও একই গ্রামের মো. আবু সাঈদের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৩)। পুলিশ জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্বচর পাকেরদহ গ্রামের মো. জাহিদুল ইসলাম তার ছেলে,...