রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০) নামে দুজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আটক জুনায়েদ সর্দার ও মো. শয়ন কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সরদার ও শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতেনাতে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে...