নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রামের এক বড় বাঁশঝাড় সংলগ্ন একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গরু ব্যবসায়ী মোস্তাফিজার রহমান মোস্তফা (৩০) ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। নিহতের ভাই মাইনুল জানান, ‘একই এলাকার আব্দুল্লাহ’র ছেলে মিজানুর ইসলামের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বেশ কয়েকদিন ধরে। এ নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে গ্রামে সালিশ বসে। সালিশ শেষে রাত ১টার দিকে আমি ও আমার ভাই বাড়ি ফিরে আসি। এরপর তাকে কে বা কারা ফোন করলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সে রাতে তিনি বাড়ি ফিরেননি।’ ‘শুক্রবার সকালে গ্রামের বড় বাঁশঝাড়ের একটি গাছে হাত-পা বাঁধা অবস্থায় আমার ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে...