বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। বলি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল—দেবীপক্ষে সন্তানের আগমন বার্তা দিয়েছেন ভিক্যাট। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই বাবা-মা হবেন ভিকি-ক্যাটরিনা। আর নিজেদের এই খুশির সময়ে ব্যক্তিগত জীবনটা লোকচক্ষুর আড়ালেই রেখেছেন তারকা দম্পতি। তবে কৌশল পরিবারে উত্তেজনা চরমে। বিশেষ করে ভিকির ভাই সানি কৌশল তো আনন্দে আত্মহারা। কারণ এবার থেকে তিনি আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য নন। তার চেয়েও ছোট কেউ আসছে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আড্ডায় সানি প্রথমবারের মতো কাকা হওয়ার আনন্দ প্রকাশ করেছেন। সানি কৌশল বলেন, এই প্রথমবার আমরা সবাই এ ধরনের আনন্দ অনুভব করছি। এ মুহূর্তে আমরা কেবল সেই দিনের জন্য অপেক্ষা করছি, যখন শিশুটি আসবে এবং আমরা শিশুটিকে পরিবারে স্বাগত জানাতে...