বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগেই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতেই। এটি বাস্তবায়নে গণভোট দিতে হবে। সেখানে পিআরের বিষয়টিও থাকবে। জাতির মতামত না নিয়ে পিআরকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। শুক্রবার (১০ অক্টোবর) জুমা নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ভিত্তি দেওয়া’সহ পাঁচ দফা দাবিতে গণমিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীরা অংশ নেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর জনগণ বোঝে না বলে একটি পক্ষ অপপ্রচার করছে। দেশের বেশিরভাগ মানুষ এর পক্ষে। তারপরও গণভোটে বিষয়টি উল্লেখ করার দাবি জানাই। এতে জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে...