১০ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম ব্যাট হাতে আরও একবার আলো ছড়ালেন ইয়াশাসভি জয়সওয়াল। সেঞ্চুরি তুলে নিয়ে বসলেন গ্রেটদের পাশে। তবে ধামেননি সেখানেই। ছুটছেন দ্বিশতকের পানে। ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে ভারতও পেয়ে গেছে বিশাল সংগ্রহের ভিত। দিল্লি টেস্টে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে ১৭৩ রানে ব্যাট করছেন জয়সওয়াল। ২৩ বছর ২৮৬ দিন বয়সেই সাত সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন এই ওপেনার। ২৪ বছর বয়সের আগে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিনজনের- অস্ট্রেলিয়ান স্যার ডন ব্রাডম্যান (১২), ভারতীয় গ্রেট শচিন টেন্ডুলকার (১১) ও ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্সের (৯)। আর ২৪ বছরের আগে তার সমান ৭টি সেঞ্চুরি আছে পাকিস্তানের গ্রেট জাভেদ মিয়াঁদাদ, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ইংল্যান্ডের...