আজ দেশে পালিত হচ্ছে ত্রয়োদশ স্তন ক্যানসার সচেতনতা দিবস। ২০১৩ সাল থেকে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতিবছর ১০ অক্টোবর দিনটিকে সচেতনতার প্রতীক হিসেবে পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য ‘জেনে নিন, জেগে উঠুন- স্ক্রিনিং জীবন বাঁচায়’। ফোরামের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে গড়ে ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং ৬ হাজারের বেশি নারী মারা যান। দেশে প্রতিদিন প্রায় ৩৫ জন নারী নতুন করে আক্রান্ত হচ্ছেন- যার মধ্যে অধিকাংশ রোগ ধরা পড়ে দেরিতে, ফলে চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, গত...