এরা হলেন, কুমিল্লা জেলা সদরের বাসিন্দা মোঃ আয়াতুল( ৩০), খুলনার দিঘুলিয়া থানার বাসিন্দা মৃত এনামুল মোল্লার ছেলে মো মামুন (২৭), নোয়াখালী জেলার বাসিন্দা মোঃ সুমন (৩৭) এবং রাজশাহী জেলার বাসিন্দা মো. রাজু (৪০)।এলাকাবাসি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাঙামাটিতে তীব্র বৃষ্টি এবং বজ্রপাত হয়েছিলো। এরা সবাই মোঃ মোতালেব সওদাগরের জাল দিয়ে নৌকাযোগে হ্রদে মাছ ধরছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু এতে বজ্রপাতে ঘটনাস্থলে মো সুমন মারা যান। অন্যরা...