ডিম শরীরের উপকারের পাশাপাশি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। প্রাচীনকাল থেকে ত্বকের ক্ষেত্রে ডিম ব্যবহার করে আসছে। আপনি চাইলে ডিম দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। এতে আপনার ত্বকের নানা সমস্যা দূর হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডিমের জুড়ি নেই। ত্বক উজ্জ্বল রাখতে ডিমের কুসুম, এক চামচ ঘন ক্রিম এবং এক চামচ গাজরের রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি মুখে ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল। ডিমের সাদা অংশ ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে করে কোমল ও মসৃণ। একটি ডিমের কুসুম, এক চামচ মধু এবং এক চামচ বাদাম তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ত্বকে প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দ্রুত ভালো ফল...