নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে জনসম্মুখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। ভিডিওটি দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তবে ‘রিউমর স্ক্যানার টিম’ অনুসন্ধানে দেখা গেছে, এই ভিডিওটি নতুন নয়। এটি ২০১৮ সালের একটি পুরোনো ভিডিও। অনুসন্ধানে পাওয়া গেছে, ‘Sadeq Sibli’, ‘Ifjal Chowdhury’ ও ‘MG Mawla’ নামের ফেসবুক প্রোফাইলে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরের বিভিন্ন ভিডিও ও ছবি, যা আলোচিত ভিডিওর সঙ্গে একেবারে মিল রয়েছে। ভিডিওগুলো বিভিন্ন কোণ থেকে ধারণ করা এবং একই ঘটনার অংশ। এছাড়া, ২০১৮ সালের ওই সময় শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডন ও তারপর দেশে ফেরার পথে ছিলেন। ডেইলি স্টার...