জমে উঠেছে চাকসু নির্বাচন। ভোটারের মন জয়ে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন অনুষদ ও বিভাগে। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্রশিবির। শ্রেণীকক্ষে প্রচারণা আর আপত্তিকর বক্তব্য নিয়ে কমিশনে অভিযোগ দিয়েছে দুইপক্ষ। ইসি বলছে, গুরুত্ব দিয়ে সব অভিযোগ খতিয়ে দেখছে তারা। উৎসবমুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। প্রচারে উত্তাপ এনেছে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেল। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, ‘শিবির সমর্থিত ভিপি প্রার্থী শ্রেণিকক্ষে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’ ইসলামী ছাত্রশিবিরও পাল্টা অভিযোগ করেছে ছাত্রদলের বিরুদ্ধে। আইন অনুষদে শ্রেণিকক্ষে প্রচারণা ও অন্য প্যানেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তাদের। ছাত্রশিবির...