নরসিংদীর রায়পুরা উপজেলার প্রবীণ সংবাদ পত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত এই মানুষটি আজীবন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। রোদ-বৃষ্টি, ঝড়-শীত কিংবা ঘন কুয়াশা- কোনো বাধাই তাকে থামাতে পারেনি। নিয়মিতভাবে সংবাদপত্র পৌঁছে দিতেন উপজেলার নানা প্রান্তে। রায়পুরার সংবাদ পত্র পরিবেশনে দীর্ঘ ৪৮ বছরের অক্লান্ত শ্রম দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন বিশ্বনাথ সাহা। তার চলে...