৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত অংশে কোটা আন্দোলনের শহিদ আবু সাঈদ এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবকে নিয়ে প্রশ্ন এসেছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ‘আবশ্যিক’ অংশের প্রশ্নপত্রের সেট-৩ এ এমন দুটি প্রশ্ন রাখা হয়। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়—‘বাংলাদেশের জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?’ অন্য প্রশ্নে ছিল—‘হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি?’ প্রথম প্রশ্নের বিকল্প হিসেবে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় প্রশ্নের বিকল্প ছিল ব্রুনেই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তানজানিয়া। উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তাকে ‘জুলাই আন্দোলনের প্রথম শহিদ’ বলা হয়। অন্যদিকে, হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের বর্তমান...