হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি বৈঠক টেলিভিশনে সম্প্রচার হচ্ছিল। হঠাৎই সে বৈঠকের মাঝখানে ঢুকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক। তিনি ট্রাম্পের হাতে একটি চিরকুট দিয়ে কানে কানে বলেন, শিগগিরই গাজা চুক্তি হতে যাচ্ছে। এটি ছিল ট্রাম্পের জন্য একটি নাটকীয় মুহূর্ত, যিনি কিনা জনসমক্ষে নিজেকে ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ হিসেবে উপস্থাপন করতে পছন্দ করেন। কিছুক্ষণ পরই ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, তাঁর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। এ ঘটনা যখন ঘটল, তখন ওভাল অফিসে এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনিচ্ছা সত্ত্বেও তাঁকে চাপ দেওয়া কিংবা আরব দেশগুলোর মন জয় করা—যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের বেশির ভাগ কূটনৈতিক প্রচেষ্টাই ছিল দৃশ্যপটের আড়ালে। নোবেল শান্তি পুরস্কার জেতার আশা এবং নিজের...