ইসলামী ব্যাংক থেকে অর্থ লুটের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপের জব্দ করা শেয়ার দ্রুত বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধের দাবি জানিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম। একইসঙ্গে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পূর্ববর্তী পরিচালনা পর্ষদের হাতে মালিকানা পুনঃস্থাপনের দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব ও ব্যবসায়ী নেতা মো. মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন হকস বে-এর চেয়ারম্যান, এফবিসিসিআইএ’র সাবেক পরিচালক এবং বারভিডা’র সভাপতি আব্দুল হক, শিল্পোদ্যোক্তা আল মামুন, ব্যবসায়ী আতাউল্লাহ প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রথম ইসলামী বাণিজ্যিক ব্যাংক হিসেবে দীর্ঘদিন শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। কিন্তু গত কয়েক বছরে এক প্রভাবশালী গ্রুপ কর্তৃক ব্যাংক দখল, শেয়ার জালিয়াতি,...