শুধু শাকিব খানকে নিয়ে নয়, গেল কয়েক বছর ধরে ঢাকাই ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে বড় একটি সমালোচনা ছিল নায়কদের ‘তামিল লুক’। বিশেষ করে মুখে দাড়ি-গোঁফ ছাড়া যেন নায়ককে নায়কই ভাবতে পারছিলেন না নির্মাতারা! এসব নিয়ে সমালোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে সফলতাও কিন্তু এসেছে এসব লুকের ছবি থেকেই। যদিও অনেকেই বলার চেষ্টা করছিলেন, শাকিব খান যেখানে একাই একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন; সেখানে তাকেও কেন অন্য ইন্ডাস্ট্রির ট্রেন্ডে গা ভাসাতে হবে। যার শেষ প্রতিচ্ছবি মিলেছে শুটিং চলছি ‘সোলজার’ সিনেমার প্রথম লুকেও। চুল-দাঁড়ি-রক্তে মাখামাখি। যেন তার সাম্প্রতিক সিনেমাগুলোরই আরেকটি আগ্রাসী প্রতিচ্ছবি। এমন পরিস্থিতিতে অনেকটা যেন শান্তির এক বার্তা ছড়িয়ে গেলো সোশ্যাল হ্যান্ডেলে। ‘সোলজার’ ছবির নতুন লুক প্রকাশ হলো। যাতে দেখা গেলো ক্লিনসেভ আর গোঁফে সাজানো নতুন এক শাকিব খানকে। যেন রিয়েল সোলজার তিনি। সঙ্গে লেখা—‘ইয়োর...