১০ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠকে তালেবান-শাসিত দেশটির সাথে ভারতের ব্যাপক সম্পৃক্ততার রূপরেখা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৈঠকে কাবুলে ভারতের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছেন তিনি। দূতাবাস সম্পর্কে জয়শঙ্কর বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটিকে আরও উন্নত করতে আমি আনন্দের সাথে ঘোষণা করছি, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাস হিসেবে উন্নীত করা হচ্ছে।” তিনি বলেন, “আপনার এই সফর আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি দৃঢ় থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” আফগানিস্তানের উন্নয়নে ভারতের সমর্থনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “একটি সংলগ্ন প্রতিবেশী এবং আফগান জনগণের শুভাকাঙ্ক্ষী হিসাবে, ভারত আপনাদের উন্নয়ন এবং অগ্রগতিতে গভীরভাবে...