তবে কি আক্রমণ চালানোর খুব কাছাকাছি সময়ে চলে এসেছে ইরান? যেকোনো সময় ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি আছড়ে পড়বে ইসরাইলের ওপর? এমনটাই যেন ইঙ্গিত দিলেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের প্রিসাইডিং বোর্ডের একজন সদস্য। তিনি জানালেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে এবং যেকোনো হুমকির মোকাবেলা করা হবে কঠিনভাবে। শত্রুকে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত ইরানইব্রাহিম রেজায় মেহের নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে জানান, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসন ঘটলে শত্রুর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন: "আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের ইরানের প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতি চার মাস আগের তুলনায় অনেক বেশি। এবং আমরা প্রস্তুতির শীর্ষে রয়েছি এবং যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে।" ইব্রাহিম রেজাই বলেন, "শত্রুরা ইরানে আক্রমণ...