হামলায় আহত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব (৪৫) মাওনা হাইওয়ে থানার রেকার চালক। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলো– ইমাম পরিবহনের চালক জাকির হোসেন সোহেল (৩৫) এবং সহকারী (হেলপার) আরিফ মিয়া (৩২)। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মব সৃষ্টি করে কয়েকজন যুবক হাইওয়ে পুলিশের কটি পরা কনস্টেবল আব্দুর রবকে ধাক্কা-ধাক্কি করছেন। কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে, ‘তাকে জিজ্ঞাসা কর, কিসের টাকা নিয়েছে।’ এ সময় লুঙ্গিপরা ও সাদা পাঞ্জাবি গায়ে এক ব্যক্তি এসে হাইওয়ে পুলিশের কনস্টেবলকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশেই একটি দোকানের দিকে নিয়ে যাচ্ছে এবং বলছে, ‘মামলা দিয়ে সে কেন দুই হাজার টাকা নিয়ে গেলো? সে সন্ত্রাস।’ এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘শেরপুর থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহন (ঢাকা মেট্টো ব ১২-০৬৭৭)...