বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৮ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, “শুধু দক্ষতা দিয়েই দেশ উন্নতির পথে অগ্রসর হতে পারে না, যদি না দেশের প্রথম সারির নাগরিকরা দক্ষতার সঙ্গে সততার মেলবন্ধন ঘটান।” উত্তরাস্থ প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়নি শুধুমাত্র নীতিনির্ধারকদের লুটপাটের মানসিকতার কারণে। তিনি আরও বলেন, “ছাত্র ও জনতা বুকের রক্ত দিয়ে চব্বিশের জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছে।” অধ্যক্ষ আশরাফুল হক বলেন, সততা, দক্ষতা ও উন্নয়নকে সঙ্গী করে আগামীর রাজনীতির নতুন পথরেখা তৈরি করতে চান তিনি। সভায় তিনি ঘোষণা দেন— ঢাকা-১৮ আসনের দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেত অঞ্চলের সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্স মওকুফ...