জনকণ্ঠের রিপোর্ট বলছে, ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশিদের বিদেশযাত্রা বর্তমানে ভিসা সংকটে আটকে গেছে। কয়েক বছর আগেও অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে তুলনামূলক ইতিবাচক ছিল। কিন্তু এখন শিক্ষার্থী, পর্যটক, রোগী বা শ্রমিক কারও জন্যই ভিসা পাওয়া সহজ হচ্ছে না। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ভিসা পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগে যেখানে ১০০ জন আবেদনকারীর মধ্যে অন্তত ৩০ জন ভিসা পেতেন, এখন সেখানে ৯৫ জনই প্রত্যাখ্যাত হচ্ছে।ভিসা প্রাপ্তি আবেদনকারীর সার্বিক স্ট্যাটাসের ওপর নির্ভর করলেও যখন ব্যাপকভাবে নানা দেশের ভিসার আবেদন প্রত্য্যাখ্যাত হতে থাকে, তখন বিষয়টি দুর্ভাবনার। এক্ষেত্রে অনেকটাই দায় এসে পড়ে দেশটির শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক সূচকের ওপর। শুধু বিদেশে যাওয়াই নয়, বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসার হার কমে গেলে কিংবা সংশ্লিষ্ট দেশের সরকার তাদের নাগরিকদের ওপর বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতা...